Saturday, February 25

কানাইঘাট কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হুইপ সেলিম


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ)আসনের সংসদ সদস্য কানাইঘাট ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, কানাইঘাট কলেজ সিলেট জেলার মধ্যে লেখাপড়ার দিক থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে। শত শত শিক্ষার্থীরা উক্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে এলাকার মুখ উজ্জ্বল করেছেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে কানাইঘাট কলেজকে জাতীয় করন করা হয়েছে। এর মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠান এক সময় সিলেটের সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হবে। কলেজের একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এ প্রতিষ্ঠানের উন্নয়নে আমার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কলেজের সুনাম ভয়ে আনার জন্য খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে আরো বেশি সক্রীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সাথে নিজেদের আলোকিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সেলিম উদ্দিন এমপি শনিবার সকাল ১১টায় তাঁকে দেওয়া কলেজ গভর্ণিং বডির উদ্যোগে সংবর্ধনা এবং কানাইঘাট ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুনের সভাপতিত্বে ও প্রভাষক ফরিদ আহমদ এবং ফয়ছল উদ্দিনের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাপার জেলা শাখার সিনিয়র সভাপতি আব্দুস সহিদ লস্কর বশির, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, কলেজ গভর্ণিং বডির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, গভর্ণিং বডির সদস্য রফিক আহমদ, ডাঃ মুফাজ্জিল হোসেন, ডাঃ নজমুল ইসলাম, উপজেলা জাপা নেতা এড. আব্দুর রহিম, ৭নং ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ লোকমান হোসেন, অধ্যাপক হাবিব আহমদ, লিটন চন্দ্র দে, পৌর সভার কাউন্সিলার হাজী শরিফুল হক, সাবেক কাউন্সিলার ফখর উদ্দিন শামীম, শিক্ষার্থীদের মধ্যে ইয়াহইয়া ডালিম, আব্দুর রহমান, রোমান আহমদ নোমান, সাহেদ আহমদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কলেজ গভর্ণিং বডির সভাপতি সেলিম উদ্দিন এমপি কলেজ জাতীয় করনে ভূমিকা রাখায় এবং কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব সেলিম উদ্দিন। কলেজের বিভিন্ন দাবী দাওয়া শিক্ষার্থীরা তুলে ধরলে এমপি সেলিম উদ্দিন বলেন, আমি এই কলেজের গভর্ণিং বডির সভাপতি হিসাবে কলেজের সকল সমস্যা সমাধান করব ইনশাহ্আল্লাহ। অনুষ্ঠান শেষে আড়াই লক্ষ টাকা ব্যায়ে কলেজ প্রাঙ্গনে একটি শহীদ মিনারের ভিত্তি প্রস্থর করেন সেলিম উদ্দিন এমপি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়