Monday, February 6

পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে মিশে যাওয়া: রাজনাথ

পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে মিশে যাওয়া: রাজনাথ

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের জনগণ সে দেশে থাকতে চায় নাকি ভারতের সঙ্গে একীভূত হতে চায় তা যাচাইয়ের জন্য ইসলামাবাদের অবশ্যই উচিত- গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেয়া।

ভারতের হরিদ্বারে গতকাল (রোববার) এক নির্বাচনী সভায় রাজনাথ সিং একথা বলেছেন। তিনি তার ভাষায় বলেন, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং সবসময় তাই-ই থাকবে।

রাজনাথ বলেন, ''কাশ্মির ইস্যুতে পাকিস্তান গণভোট অনুষ্ঠানের দাবি করছে কিন্তু এটা পরিষ্কার যে, কাশ্মির ভারতের সঙ্গে ছিল এবং ভারতের সঙ্গেই থাকবে; কোনো শক্তি এটা পরিবর্তন করতে পারবে না। বরং এর পরিবর্তে পাকিস্তানের ভেতরে গণভোট অনুষ্ঠিত হওয়া দরকার যাতে বোঝা যায়- দেশটির জনগণ সেই দেশে থাকতে চায় নাকি ভারতের সঙ্গে এক হয়ে যেতে চায়।''

তিনি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য পাকিস্তানকে দোষারোপ করেন।

রাজনাথ সিং দাবি করেন, তার দেশ সবসময় পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছে কিন্তু পাকিস্তানই সে ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। তিনি তার ভাষায় বলেন, পাকিস্তানের উচিত সন্ত্রাসীদের থামানো এবং কাশ্মিরে গণভোট অনুষ্ঠানের দাবি উচ্চারণ না করা।

রাজনাথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ''কেউ যদি ভারতের গায়ে হাত দেয় তাহলে আমরা তার অস্তিত্ব রাখব না।''

সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়