Friday, February 24

কানাইঘাট আন্তঃইউনিয়ন ফুটবলীগ ! চ্যাম্পিয়ান পৌরসভা


নিজাম উদ্দিন/মাহবুবুর রশিদ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন বাংলাদেশ খেলাধূলা সহ সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে দেশকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় ইতিমধ্যে স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন। ১৩১টি উপজেলায় সরকারী ভাবে স্টেডিয়াম নির্মাণের সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে ফুটবল সহ অন্যান্য খেলাধূলায় উৎসাহ প্রদানকারী সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কানাইঘাট উপজেলায় সরকারী ভাবে একটি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি আরো বলেন, সিলেটের মানুষ অত্যন্ত অতিথি পরায়ন এবং খেলাধূলার প্রতি আন্তরিক। এখানকার প্রতিটি মাঠে ফুটবল সহ অন্যান্য খেলাধূলায় হাজার হাজার দর্শকদের সমাগম হয়। সিলেটে আর্ন্তজাতিক পর্যায়ে ফুটবল ও ক্রিকেটের আরো ম্যাচ আয়োজন করা হবে। ফুটবল এখনও গ্রাম বাংলার জনপ্রিয় খেলা আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বলেন,
কানাইঘাট আন্তঃইউনিয়ন ফুটবললীগের ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকদের উপস্থিতি তারই প্রমাণ। ফুটবলের উন্নয়নে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় স্টেডিয়াম নির্মাণে জায়গা বরাদ্ধের জন্য আমি স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপিকে চিঠি দিয়েছি। সকলের সু-পরামর্শ কানাইঘাটে সরকারী উদ্যোগে স্টেডিয়াম নির্মাণের আশ্বাস প্রদান করেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি শুক্রবার বিকেল ৩টায় প্রস্তাবিত কানাইঘাট উপজেলা স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ বনাম ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে ১ম বারের মতো আন্তঃইউনিয়ন ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে এবং খেলা শৃঙ্খলা কমিটির সভাপতি পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন ও  ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান শিল্পপতি হাফিজ আহমদ মজুমদার, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন, সিলেট জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের সদস্য আবাহনী ক্রীড়া চক্র লিমিটেডের সিলেট জেলা সহ সভাপতি আব্দুল মুমিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজাদুর রহমান আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান, জকিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি লোকমান আহমদ, সিলেটের সহকারী পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলার সাবেক ইউএনও তারেক মোহাম্মদ জাকারিয়া, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন,সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ,জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য অালমাছ উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউ'পি চেয়ারম্যান মাসুদ আহমদ,৮ ঝিংগাবাড়ী ইউ'পি চেয়ারম্যান আব্বাস উদ্দিন,৯নং রাজাগঞ্জ ইউ'পি চেয়ারম্যান ফখরুল ইসলাম,৩নং দিঘীরপাড় ইউ'পি চেয়ারম্যান আলী হোসেন কাজল,বড় চতুল ইউ'পির সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই,উপজেলা আ'লীগের যুগ্ন-আহবায়ক রফিক আহমদ,শাবির সহকারী মহাবিদ্যালয় পরিদর্শক তাজিম উদ্দিন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। খেলার মধ্য বিরতির সময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি মাঠে গিয়ে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী টিমকে প্রাইজ মানি নগদ ১৫হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে প্রাইজমানি ১০হাজার টাকা এবং রানার্সআপ ট্রফি তুলে দেন। পুরো টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন ঝিঙ্গাবাড়ী ইউপি ফুটবল দলের অধিনায়ক মোঃ আলম। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশের কৃতি খেলোয়াড় মুন্না। প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি উপজেলা পর্যায়ে এ ধরনের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলে গ্রাম পর্যায়ে কৃতি ফুটবলাররা বেরিয়ে আসবেন। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার সুদৃঢ় নেতৃত্বের কারনে অত্যন্ত আকর্ষণীয় সুশৃঙ্খল ভাবে আন্তঃইউনিয়ন এ ফুটবল টুর্নামেন্ট সফল সমাপ্তি হয়েছে। সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সরকারী ভাবে কানাইঘাটের স্টেডিয়াম নির্মাণ করা হলে তিনি তার ১০ ভাগ অর্থ বহন করবেন বলে ঘোষণা দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়