Wednesday, February 22

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার বার্ষিক জলসা আগামী বুধবার


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার বার্ষিক জলসা আগামী বুধবার ১লা মার্চ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারনে গত মঙ্গলবার মাইকিং করে বুধবারের(আজকের) জলসা স্থগিত করা হয়। বুধবার বাদ যোহর মাদ্রাসা মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও আলেম উলামাদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে ১লা মার্চ মাদ্রাসার বার্ষিক জলসার তারিখ নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতমিম শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মাদ্রাসার নায়েবে মুহতমিম মাওঃ আলিমুদ্দীন দুর্লভপুরী, উপজেলা আ’লীগের আহ্বায়ক ও সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়