Sunday, February 5

কানাইঘাট থানা পরিদর্শনে হুইপ সেলিম


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন কানাইঘাট থানা পরিদর্শন করে পুলিশ অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার বিকেল ৫টায় সেলিম উদ্দিন এমপি কানাইঘাট থানা পরিদর্শন করে থানার আশপাশ এলাকা ঘোরে দেখেন। তিনি থানার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, পুলিশ জনগনের সেবক হয়ে আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করে থাকেন। পুলিশের উন্নত জীবন ব্যবস্থা একান্ত প্রয়োজন। এজন্য কানাইঘাট থানায় পুলিশের থাকার বাসস্থান অত্যন্ত জরুরী। এব্যাপারে তাঁর পক্ষ থেকে থানার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে কানাইঘাটের আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ অফিসারদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, থানার সাব ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসারগণ এবং জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়