Wednesday, February 15

'রোগীদের জিম্মি করে দাবি আদায় করা যাবে না'

'রোগীদের জিম্মি করে দাবি আদায় করা যাবে না'

কানাইঘাট নিউজ ডেস্ক: রোগী জিম্মি করে ধর্মঘট না করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সঙ্গে তিনি বলেছেন, রোগীদের জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না।

আজ বুধবার সচিবালয়ে স্বাচিপ ও বিএমএ এর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে জানাতে হবে। বিএমডিসি আইন অনুযায়ী অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১০ সালের আগে বিএমডিসি সক্রিয় ছিল না। আমি দায়িত্ব নেয়ার পর বিএমডিসিকে সক্রিয় করেছি। এটি এখন একটিভ হয়েছে।

রোগী ও চিকিৎসকদের সুরক্ষায় স্বাস্থ্য সেবা আইন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ আইনে রোগী যেমন সুরক্ষা পাবে। তেমনি চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও আইনি সুরক্ষা পাবে। স্বাস্থ্য সেবায় এ আইনটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

বিএমডিসির সদস্য অধ্যাপক মো. শরফুদ্দীন আহমেদ জানান, এখন পর্যন্ত পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএমডিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়