Wednesday, February 15

কানাইঘাটে ভোরের কাগজ'র ২৫ বছর পূর্তি উৎসব পালিত


নিজস্ব প্রতিবেদক: দেশের বহুল প্রচারিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে সিলেটের কানাইঘাটে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোরের কাগজের রজতজয়ন্তী উপলক্ষে উপজেলা চত্বর থেকে এ র‌্যালী বের হয়। এ সময় র‌্যালীতে অংশ গ্রহণ করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক ও সাংবাদিক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট উপজেলা কমিশনার (ভুমি) সুমন আচার্য, সাব-রেজিষ্টার এ কে এম মীর হাসান, কৃষি কর্মকর্তা মুনসী তোফায়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, শেখ সামছুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দুর্গা কুমার দাস, দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহিন আহমদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি আলা উদ্দিন আলাই, দৈনিক যুগভেরী পত্রিকার প্রতিনিধি সুজন চন্দ অনুপ, দৈনিক দি বাংলাদেশ টুডে পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসাইন। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, লেখক, সাহিত্যিক, স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী, ভোরের কাগজ পত্রিকার পাঠক ও শুভা কাঙ্খিরা সতঃস্ফূর্ত ভাবে র‌্যালীতে অংশ গ্রহণ করেন। র‌্যালীটি কানাইঘাট পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট প্রেসক্লাবে এক আলোচনা সভায় মিলিত হন। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় ভোরের কাগজ পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি কানাইঘাট প্রেসক্লাবের সদস্য আব্দুন নুরের সভাপতিত্বে ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রধান আলোচকের বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক ও সাংবাদিক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ছাত্রনেতা নজরুল ইসলাম রাজু, দেলোওয়ার হোসেন, ইয়াহিয়া ডালিম, সাহেদ আহমদ, মারুফ আহমদ প্রমূখ। এ সময় বক্তরা বলেন কানাইঘাট উপজেলায় এই প্রথম বারের মত জাতীয় কোন পত্রিকার রজতজয়ন্তী উৎসব উদ্যাপন করা হলো। মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জয়গান আর মুক্ত প্রাণের প্রতিধ্বনি এই স্লোগান নিয়ে অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ ২৫ বছর পেরিয়েছে দৈনিক ভোরের কাগজ পত্রিকা। বক্তারা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রযাত্রা এবং ভোরের কাগজ পরিবারের সকল কর্মকর্তা কর্মচারীর সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়