Tuesday, February 14

প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ৬

প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ৬

কানাইঘাট নিউজ ডেস্ক: ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে রাজধানীর কলাবাগান, পশ্চিম রামপুরা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোঃ রাজু আহম্মেদ, মোঃ ফয়সালুর রহমান ওরফে আকাশ, মোঃ জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম ওরফে রনি।
তাদের হেফাজত থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারসহ বিভিন্ন আইটি ডিভাইস ব্যবহার করে পরস্পর যোগসাজশে বিভিন্ন নামে ফেসবুক ফেইক আইডি, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, হোয়াটস অ্যাপ এর মাধ্যমে ভূয়া প্রশ্নপত্র সরবরাহ করে অবৈধভাবে তারা অর্থ সংগ্রহ করে।

এছাড়াও আসামীরা একেক পরীক্ষার জন্য একেক মেসেঞ্জার গ্রুপ খুলে ভূয়া প্রশ্ন শেয়ার করে। আসামীদের এ ধরনের প্রতারণামূলক কাজে কোমলমতি পরীক্ষার্থীদের ভবিষ্যত হুমকির মুখে পড়ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে কলাবাগান থানায় মামলা করা হয়েছে। সূত্র: বাসস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়