নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ সেলিম উদ্দিন বলেছেন, শিক্ষা ছাড়া একটি এলাকার আর্থসামাজিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। এজন্য কানাইঘাট ও জকিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। দলমতের উর্ধ্বে উঠে সবাই আমাকে উন্নয়নের ব্যাপারে সহযোগিতা করছেন। ইতিমধ্যে তার নির্বাচনী আসনের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা সঠিক ভাবে পাঠদান করে নিজেদের জীবন বিকশিত করতে পারে। তিনি আরো বলেন, কানাইঘাটের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী শাহবাগ-কানাইঘাট-দরবস্ত সড়ক, গাজী বোরহান উদ্দিন সড়ক, গাছবাড়ী-হরিপুর সড়কের উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পন্ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থার এ পরিবর্তনে এলাকার মানুষ সুফল ভোগ করছে। ঘরে ঘরে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। আগামী দুই বছরের কানাইঘাট-জকিগঞ্জে সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ইনশাহআল্লাহ বাস্তবায়ন করা হবে। সেলিম উদ্দিন এম.পি শনিবার সকাল ১১টায় কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা নতুন একাডেমিক ভবনের শুভ ভিত্তি প্রস্তর শেষে স্কুল প্রাঙ্গনে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দিন ভরসার সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নবাগত নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, কানাইঘাট সরকারী কলেজের অধ্যক্ষ সামসুল আলম মামুন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, জেলা জাপা নেতা এড. আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট শাখার সভাপতি জার উল্লাহ, জেলা জাপা নেতা আলা উদ্দিন মামুন। বক্তব্য রাখেন,উপজেলা আ'লীগের যুগ্ন আহবায়ক রিংকু চক্রবর্তী,পৌর কাউন্সিলর শরীফুল হক,জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, মহানগর যুব সংহতির সদস্য সচিব মাহমুদুর রহমান, আ’লীগ নেতা ইকবাল আহমদ, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন প্রমুখ। সেলিম উদ্দিন এমপি তার নির্বাচনী এলাকার মধ্যে কোন প্রতিষ্ঠান যদি এমপিও ভুক্ত করন হয় তাহলে কানাইঘাট পাবলিক হাই স্কুলকে করা হবে বলে ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে সেলিম উদ্দিন এমপি রায়গড় খালপার জামে মসজিদের উন্নয়ন মূলক কর্মকান্ড ঘোরে দেখেন এবং মসজিদের উন্নয়নে তার পক্ষ থেকে আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়