Tuesday, February 28

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

কানাইঘাট নিউজ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, মর্তুজা আলী সরকার (৪৩) ও শাহীন মিয়া (২৫)। মর্তুজা আলী উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।  

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। আর শাহিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।  

তারা মোটরসাইকেল যোগে মাইজবাগ থেকে ইউনিয়ন পরিষদ হয়ে বাড়ির দিকে আসছিল বলেও জানান রোকনুজ্জামান।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে মুচরে গেছে। তবে কিসের সাথে মটর সাইকেলটির সংঘর্ষ হয়েছে তা স্থানীয় এলাকাবাসী জানাতে পারেননি। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়