Tuesday, February 14

টেস্ট র‌্যাংকিংয়ে এগোলেন সাকিব-মুশফিক-রিয়াদ

টেস্ট র‌্যাংকিংয়ে এগোলেন সাকিব-মুশফিক-রিয়াদ

কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতের বিপক্ষে সেদেশের মাটিতে একমাত্র টেস্টে হেরেছে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও হেরেছিলো মুশফিকরা। তবে টেস্টে পরপর হারলেও ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের।

আজ মঙ্গলবার ঘোষিত আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ তিনে কোন পরিবর্তন হয়নি।

হায়দারাবাদ টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাকিব ১০৪, মুশফিকুর সেঞ্চুরিসহ ১৫০ ও মাহমুদ উল্লাহ রিয়াদ ৯২ রান করেন। এর ফলে র‌্যাংকিংয়ে সাকিবের দুই ধাপ, মুশফিকুর ও মাহমুদ উল্লাহর ৫ ধাপ উন্নতি হয়েছে।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে র‌্যাংকিংয়ে ২২তম স্থানে ছিলেন সাকিব। ঐ টেস্টের পর দুই ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন তিনি। মুশফিকুরের অবস্থান ছিলো ৩৮ নম্বরে। ৫ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন মুশফিক। ৫ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে রয়েছেন মাহমুদ উল্লাহ।

এছাড়া বাংলাদেশের মধ্যে উন্নতি হয়েছে ওপেনার সৌম্য সরকারের। ভারতের বিপক্ষে টেস্টে মোট ৫৭ রান করে ১১ ধাপ এগিয়ে ৮০তম স্থানে উঠে এসেছেন সৌম্য। তবে অন্য দুই ব্যাটসম্যান মমিনুল ও তামিম ইকবালের অবনতি হয়েছে। মমিনুল একধাপ এবং তামিম চার ধাপ পিছিয়ে গেছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়