কানাইঘাট নিউজ ডেস্ক: ''দেশ
থেকে অর্থ পাচারের যেসব কাহিনি শুনি, তা ঠিক নয়। এসব কাহিনি 'রঙ-চঙ' দিয়ে
বলা হয়। যে ধরনের অর্থ পাচারের কথা বলা হয়, বাস্তবে ততটা হয় না। অর্থ পাচার
একেবারে হয় না তা নয়, তবে আমাদের অর্থ পাচার খুব বেশি নয়।''
সোমবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরপর্বে স্বপন ভট্টচার্য্যের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এই সংসদ সদস্যের বাংলাদেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানির শেয়ার বাজারে আসতে বাধ্য করার প্রস্তাব নাকচ করে দিয়ে অর্থ মন্ত্রী বলেন, 'এ ধরনের কোনও কার্যক্রম দেশের অর্থনীতির স্বার্থে মঙ্গলজনক বলে আমার মনে হয় না।'
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, 'ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ব্যক্তি বা কোম্পানির সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৫৩২ জন। ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ৬৩ হাজার ৪৩৫ কোটি টাক। এর মধ্যে ব্যাংকের খেলাপি ঋণ ৫৮ হাজার ৮৭৭ (মোট ঋণের ৯.২৬%) কোটি ও আর্থিক প্রতিষ্ঠানের ৪ হাজার ৫৫ কোটি টাকা।'
জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০১ দশমিক শূন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৪ দশমিক ৫৩ মি. ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
সোমবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরপর্বে স্বপন ভট্টচার্য্যের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এই সংসদ সদস্যের বাংলাদেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানির শেয়ার বাজারে আসতে বাধ্য করার প্রস্তাব নাকচ করে দিয়ে অর্থ মন্ত্রী বলেন, 'এ ধরনের কোনও কার্যক্রম দেশের অর্থনীতির স্বার্থে মঙ্গলজনক বলে আমার মনে হয় না।'
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, 'ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ব্যক্তি বা কোম্পানির সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৫৩২ জন। ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ৬৩ হাজার ৪৩৫ কোটি টাক। এর মধ্যে ব্যাংকের খেলাপি ঋণ ৫৮ হাজার ৮৭৭ (মোট ঋণের ৯.২৬%) কোটি ও আর্থিক প্রতিষ্ঠানের ৪ হাজার ৫৫ কোটি টাকা।'
জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০১ দশমিক শূন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৪ দশমিক ৫৩ মি. ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়