Saturday, February 4

‘সাংবাদিক শিমুল হত্যায় জড়িতরা ছাড় পাবে না’

‘সাংবাদিক শিমুল হত্যায় জড়িতরা ছাড় পাবে না’

কানাইঘাট নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না; তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। হোক সে নির্বাচিত জনপ্রতিনিধি, হোক সে কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তা অথবা হোক সে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। যে অন্যায় কাজ করেছে তাকেই আমরা বিচারের মুখোমুখি করবো। সরকার সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিক হত্যায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর জড়িত থাকার প্রমাণ মিললে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন। তিনি যত বড় প্রভাবশালী হন না কেন; তাকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শর্টগানের গুলিতে আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

এদিকে শিমুল মারা যাওয়ার পর পুলিশের সহায়তায় মেয়র মীরু পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন। 
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়