Saturday, February 25

কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় সৌদি প্রবাসী আহত


নিজস্ব প্রতিবেদক :কানাইঘাট বানীগ্রাম ইউপির মাছুখাল বাজারে এক সৌদি প্রবাসীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে। আশংকা জনক অবস্থায় এই প্রবাসীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ২০ দিন পূর্বে বানীগ্রাম ইউপির ধলিবিল দক্ষিণ গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র শরিফ উদ্দিন (৩৬) বাড়ীতে আসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রবাসী শরীফ উদ্দিন কেনাকাটার জন্য স্থানীয় মাছুখাল বাজারে গেলে তার উপর ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা করে ৭/৮ জনের দুর্বৃত্ত অস্ত্রধারী চক্র। দুর্বৃত্তরা হামলা চালিয়ে শরিফ উদ্দিনের মাথায় একাধিক ধারালো অস্ত্রের কোপ দিলে স্থানীয় লোকজন তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার সিওমেক হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়