Sunday, February 5

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন ২২ ফেব্রুয়ারী বুধবার


নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সর্ব বৃহৎ প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট-সিলেট এর বার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামী ২২ ফেব্রুয়ারী ১৭ ইং বুধবার সকাল ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন জানিশীনে ফেদায়ে মিল্লাত রহ. আওলাদে রাসূল (স.) আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী ভারত। বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করবেন আওলাদে রাসূল (স.) আল্লামা মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী ভারত। আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা। এদিকে বার্ষিক মহা সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী এবং নাইবে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আলিম উদ্দিন দুলর্ভপুরী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়