Wednesday, February 15

২০১৯ সাল থেকে বাণিজ্য মেলা পূর্বাচলে: তোফায়েল

২০১৯ সাল থেকে বাণিজ্য মেলা পূর্বাচলে: তোফায়েল

কানাইঘাট নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে।  তিনি বলেন, বাণিজ্য মেলা স্থানান্তরের জন্য পূর্বাচলে অবকাঠামো নির্মানের কাজ চলছে।

বুধবার সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ  এ তথ্য জানান।

মূলত জনদুর্ভোগ এড়াতে এ ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাণিজ্য মেলা ঢাকা থেকে পূর্বাচলে স্থানান্তরের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে চীনের কর্তৃপক্ষের সঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরোর একটি চুক্তি সই হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন এই স্থানের নাম হবে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। আশা করা যায় ২০১৮ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। সেক্ষেত্রে ২০১৯ সালের বাণিজ্য মেলা পূর্বাচলের নতুন মেলা সেন্টারে অনুষ্ঠিত হবে।’

জাহান আরা বেগমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৮–০৯ থেকে ২০১৫–১৬ পর্যন্ত বাংলাদেশ চা রফতানি করে ৩৫ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তবে আগের সাত অর্থবছরের তুলনায় সর্বনিম্ন ১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারের চা রফতানি হয়েছে গত অর্থবছরে।’

এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, গত অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ছিল ৪ হাজার ৭৬৩ মিলিয়ন ডলার এবং পাকিস্তানের সঙ্গে ৪৬০ মিলিয়ন ডলার। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। টাকার পরিমাণ সাড়ে ৮ মিলিয়ন মার্কিন ডলার।’

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে রফতানিমুখী তৈরি পোশাকের কারখানার সংখ্যা ৪ হাজার ৬০৪টি। তবে নিরাপত্তা মান খারাপ হওয়ায় ৩৯টি কারখানা সম্পূর্ণ এবং ৪৭টি কারখানা আংশিক বন্ধ রয়েছে।’

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ১ হাজার ৬৭ জন চিকিৎ​সক, ১ হাজার ৪৩৬ জন নার্স ও ৪৫ হাজার ৭৭২ জন প্রকৌশলী কর্মরত আছেন।’

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়