কানাইঘাট নিউজ ডেস্ক: মিশরের
সিনাই উপত্যকার উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে কপটিক খ্রিস্টানরা পালিয়ে
যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিদের বেশ
কয়েকটি হত্যাকাণ্ডের পর প্রাণভয়ে পরিবারের সদস্যদের নিয়ে তারা পালিয়ে
যাচ্ছে।
এদের মধ্যে অনেক কপটিক খ্রিস্টান এখন ইসমাইলিয়া নগরীর সুয়েজ খালের তীরে অবস্থিত এভাঙ্গেলিকাল চার্চে আশ্রয় নিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কপটিক চার্চ হামলার নিন্দা জানিয়ে বলেছে, মিশরীয়দের মধ্যে বিভেদ তৈরির জন্যই এ হামলা চালানো হয়েছে।
রোববার ইসলামিক স্টেট জঙ্গিরা একটি ভিডিওতে মিশরের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর আবারো হত্যার হুমকি দেয়ছে।
মিশরের নয় কোটি মানুষের মধ্যে ১০ শতাংশ কপটিক খ্রিস্টান। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামপন্থী জঙ্গিরা তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র: বাসস
এদের মধ্যে অনেক কপটিক খ্রিস্টান এখন ইসমাইলিয়া নগরীর সুয়েজ খালের তীরে অবস্থিত এভাঙ্গেলিকাল চার্চে আশ্রয় নিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কপটিক চার্চ হামলার নিন্দা জানিয়ে বলেছে, মিশরীয়দের মধ্যে বিভেদ তৈরির জন্যই এ হামলা চালানো হয়েছে।
রোববার ইসলামিক স্টেট জঙ্গিরা একটি ভিডিওতে মিশরের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর আবারো হত্যার হুমকি দেয়ছে।
মিশরের নয় কোটি মানুষের মধ্যে ১০ শতাংশ কপটিক খ্রিস্টান। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামপন্থী জঙ্গিরা তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র: বাসস
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়