Thursday, February 23

আগামীকাল কানাইঘাটে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


নিজাম উদ্দিন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি আগামীকাল শুক্রবার কানাইঘাটে এক সরকারী সফরে আসছেন। প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যাগে আয়োজিত উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনুষ্ঠিত বহু কাঙ্খিত আন্তঃইউনিয়ন ফুটবললীগের মধ্যকার কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ বনাম ৮নং ঝিংগাবাড়ি ফুটবল একাদশের ফাইনাল খেলা উপভোগ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বর্তমান সরকারের টানা আট বছরের শাসনামলে কোন প্রতিমন্ত্রীর কানাইঘাটে এটা দ্বিতীয় সরকারী সফর। এর আগে অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি তিন বছর পূর্বে সরকারী সফরে কানাইঘাটে এসেছিলেন যুবলীগের একটি জনসভায়। দীর্ঘদিন পর ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের পূর্ব উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত অসংখ্য আলেম-উলামা, পীর-মাশায়েখ, রাজনৈতিক ও পতিযশা ব্যক্তিবর্গের জন্মে ধন্য পূন্য ভূমি প্রাকৃতিক সৌন্দর্য্যে অপরূপ লীলাভূমি খনিজ সম্পদে ভরপুর হাওর বাওড় বেষ্টিত দীর্ঘতম নদী সুরমা ও নয়নাভিরাম লোভা নদীর তীরে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ কানাইঘাটে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির আগমন উপলক্ষ্যে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার উপজেলা স্টেডিয়ামের অনুষ্ঠিতব্য আন্তঃইউপি ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপিকে বরণ করার জন্য ইতিমধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক মহল ও সূধীজনদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের উদ্যোগে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক তোরন নির্মাণ এবং প্রস্তাবিত উপজেলা স্টেডিয়ামের চারপাশকে দৃষ্টি নন্দন ভাবে সাজানো হয়েছে। প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির আগমনের মধ্য দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান গুলির সমস্যা সমাধান সহ বেশকিছু মৌলিক দাবী দাওয়া বাস্থবায়ন হবে বলে কানাইঘাটবাসীর প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্য ও খনিজ সম্পদে ভরপুর কানাইঘাট উপজেলা সিলেট জেলার মধ্যে একটি অনগ্রসর উপজেলা। এ জনপদের মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন মূলক কর্মকান্ড সাধিত হয়নি। সুরমা নদীর উপর নির্মিত আল্লামা মুশাহিদ সেতুর শুভ উদ্বোধন করেছিলেন সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এটাই হচ্ছে স্বাধীনতা পরবর্তী কানাইঘাটের মানুষের বহু প্রত্যাশিত উন্নয়নের একটি বড় ধরনের স্বপ্নের বাস্তবায়ন। এ সরকারের আমলে শাহবাগ-কানাইঘাট-দরবস্ত এবং গাজী বোরহান উদ্দিন রাস্তার সংস্কার ও গাছবাড়ী-হরিপুর পর্যন্ত সড়কের উন্নয়ন সাধিত হয়েছে। ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজকে জাতীয় করন করা হয়েছে। তারপরও প্রত্যাশা অনুযায়ী কানাইঘাটের কাংখিত উন্নয়ন সাধিত হয়নি। ড. বীরেন শিকদার এম.পি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এ মন্ত্রনালেয়ের অনেক সাফল্য অর্জিত হয়েছে। প্রশিক্ষিত যুবক যুবতী ও তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সেই সাথে ক্রীড়া জগতের সাফল্য বাংলাদেশের ভাব মূর্তিকে বিশ্বে উজ্জ্বল করেছে। কানাইঘাটবাসী মনে করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে কানাইঘাটের তার অধীনস্থ মন্ত্রণালয়ের বেশ কিছু মৌলিক দাবী দাওয়া বাস্তবায়ন হবে। তারমধ্যে খেলাধূলার দিক থেকে পিছিয়ে পড়া কানাইঘাট প্রস্তাবিত স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে পরিণত করতে আর্থিক অনুদান প্রদান এবং স্টেডিয়ামের ঘোষনা দিবেন প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। তার পাশাপাশি সিলেট জেলার মধ্যে অনগ্রসর কানাইঘাট উপজেলায় গ্যাস সরবরাহ না থাকায় বৃক্ষ নিধনের মাধ্যমে যাবতীয় জ্বালনানি চাহিদা মিঠানো হচ্ছে। জ্বালানি চাহিদা পূরণ ও বৃক্ষ নিধন হ্রাসের মাধ্যমে পরিবেশ রক্ষায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্প কানাইঘাটে গ্রহণ করা হলে বৃক্ষ নিধন বন্ধ হবে। এতে করে উপকৃত হবেন এ এলাকার মানুষ। পূর্বে যুব উন্নয়নের অধিদপ্তরের উদ্যোগে প্রতিটি উপজেলায় ২০ একর পর্যন্ত খাস বদ্ধ জলাশয় প্রশিক্ষণ প্রাপ্ত যুব সংগঠনের মধ্যে ইজারা দেওয়া হত। সেই সাথে নীতিমালা বিলুপ্ত হওয়ার কারনে যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা বর্তমানে অনেকাংশে বেকার রয়েছে। তাদের দাবী পুণরায় ২০ একর পর্যন্ত খাস বদ্ধ জলাশয় ইজারা তাদের দেওয়া হলে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের পথ সুগম হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি অঙ্গীকার অনুযায়ী ইতিমধ্যে সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলা ন্যশনাল সার্ভিস কর্মসূচী শুরু করা হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় দুই বছরের জন্য কানাইঘাটে মোট ৫২০ জনকে চাকুরী দেওয়া হয়েছে। চাকুরী প্রাপ্তরা তাদের স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানিয়ে আসছেন। কানাইঘাট উপজেলা প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখানকার হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করে রেমিটেন্সের চাকা সচল করে রেখেছেন। কানাইঘাট উপজেলা সদরে যুব-উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি প্রশিক্ষণ সেন্টার নির্মাণ করা হলে এখানকার বেকার যুবক-যুবতী, তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের পথ সুগম করতে পারেন। জানা যায়, কানাইঘাট যুব-উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা সহ অনেক শূন্য পদ রয়েছে। এসব পদ পূরণ এবং কানাইঘাট বাসীর প্রত্যাশিত এসব দাবী ধাওয়া বাস্তবায়নের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ড. ধীরেন শিকদার এমপি দিবেন। সেই প্রত্যাশায় রয়েছে এ জনপদের মানুষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়