কানাইঘাট নিউজ ডেস্ক:
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সংস্কৃতি উৎসব চলাকালে কয়েকজন দর্শকের উচ্ছাস প্রকাশকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে অনুষ্ঠানমঞ্চে সংগঠনটির চেয়ারম্যান আবুল খায়ের লিটুর সিলেট বিদ্বেষি বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট।
প্রতিবাদে বলা হয়েছে, কয়েকজন দর্শকের উচ্ছাসের প্রেক্ষিতে ‘লিটু’ সিলেটের দর্শক এবং পুরো সিলেটবাসী সম্পর্কে কটুক্তিপূর্ণ মন্তব্য করে ধৃষ্টতা দেখিয়েছেন। তার এমন দাম্ভিক আচরণের জন্য অতিসত্বর এই অনুষ্ঠান চলাকালীন ওই মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি তা না হয়; তবে পরবর্তীতে সিলেটে বেঙ্গলের অনুষ্ঠান করবে কি করবে না তা সিলেটবাসীই নির্ধারণ করবে।
জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার রাতে অনুষ্ঠান চলাকালীন সময়ে কিছু দর্শকের উচ্ছাসের প্রেক্ষিতে লিটু মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘তিনি সিলেটে অনুষ্ঠান করতে আগ্রহী নন, তিনি কাউকে কেয়ার করেন না, বিনা পয়সায় অনুষ্ঠান দেখাচ্ছেন, চাইলে যেকোন সময় অনুষ্ঠান বন্ধ করে দেবেন!’
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়