Thursday, February 23

কানাইঘাটে পুলিশের অভিযানে ৩২ হাজার টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের একটি দল কানাইঘাট চতুল বাজারে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এক সাঁড়াশি অভিযান চালিয়ে নগদ ৩২ হাজার ৫শ’ ৪০ টাকাসহ সংঘবদ্ধ জুয়াড়ি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশ চতুল বাজারের করিম মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে নগদ টাকা দিয়ে জুয়া খেলার সময় সেখানে ঘেরাও করে হাতেনাতে ৩ বান্ডিল তাস, জোয়া খেলার হিসাব-নিকাশের খাতা এবং একটি খালি অফিসার্স চয়েস মদের বোতলসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- চতুলবাজারের পাহাড়াদার উক্ত জোয়া খেলা চক্রের মূলহোতা স্থানীয় দুর্গাপুর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র মঈনুল (৫৫), একই গ্রামের পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গোলাম খালিকের পুত্র নজরুল ইসলাম (৩০), মৃত শফিকুল হকের পুত্র আলী আহমদ (৩৩), মৃত হেলাল উদ্দিনের পুত্র জামিল আহমদ (৩০), ইব্রাহিম আলীর পুত্র দেলোয়ার (২২) ও জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল পূর্ব গ্রামের মৃত আসাদ আলীর পুত্র আতাউর রহমান আতাই (৫০), সরুখেল গ্রামের রবেন্দ্র দাসের পুত্র নিখিল দাস (৩০) এবং একই গ্রামের সমছুল হকের পুত্র শাহীন (৩২)। এ অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন- কানাইঘাট কোথাও মাদকদ্রব্য বেচাকেনা এবং সংঘবদ্ধ জুয়াড়িদের ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের নির্মূল করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়