Wednesday, February 15

কানাইঘাটে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার


নিজস্ব প্রতিবদেক: কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপির আগমন উপলক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক প্রস্তুতি সভা আগামী শুক্রবার ১৭ ফেব্রুযারী সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত প্রস্তুতি মূলক সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, রাজনৈতিক মহল, সূধীজন এবং ক্রীড়ার সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এবং সাধারণ সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ সকলের প্রতি আহবান জানিয়েছেন। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের আগমনকে সফল এবং আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ২৩ ফেব্রুয়ারী উপজেলা স্টেডিয়ামে বিকেল ২টায় অনুষ্ঠিতব্য কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ বনাম ৮নং ঝিঙ্গাবাড়ী ফুটবল একাদশের মধ্যে খেলার ব্যাপারে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়