কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর চকবাজার থানা এলাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানা ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছে ওখানে কর্মরত ফায়ার সার্ভিস ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক বেলাল হোসেন বলেন, ওই আগুনের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে শামীম নামের একজন রয়েছে। অন্য দুজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, একটি প্লাস্টিক কারখানায় শনিবার বিকেল ৪টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইলেকট্রিসিটির ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। জায়গাটি এখন পুলিশ ঘিরে রেখেছে। একটি এটিএম বুথ পুড়ে গেছে ও একজন পথচারী দগ্ধ হয়েছেন। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে নেয়া হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার বলেন, ইসলামবাগের টিনশেডের বসতবাড়িতে আগুন লাগে। সেখানে প্লাস্টিকের কারখানা ছিল।
তথ্যটি নিশ্চিত করেছে ওখানে কর্মরত ফায়ার সার্ভিস ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক বেলাল হোসেন বলেন, ওই আগুনের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে শামীম নামের একজন রয়েছে। অন্য দুজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, একটি প্লাস্টিক কারখানায় শনিবার বিকেল ৪টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইলেকট্রিসিটির ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। জায়গাটি এখন পুলিশ ঘিরে রেখেছে। একটি এটিএম বুথ পুড়ে গেছে ও একজন পথচারী দগ্ধ হয়েছেন। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে নেয়া হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার বলেন, ইসলামবাগের টিনশেডের বসতবাড়িতে আগুন লাগে। সেখানে প্লাস্টিকের কারখানা ছিল।
সূত্র: বিডিলাইভ্
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়