Thursday, February 23

মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র নীতিতে ফ্রান্সের গুরুত্বারোপ

মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র নীতিতে ফ্রান্সের গুরুত্বারোপ

কানাইঘাট নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বুধবার বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

দ্বি-রাষ্ট্র সমাধানের ব্যাপারে আন্তর্জাতিক ঐকমত্য থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে আসার প্রেক্ষাপটে তিনি একথা বলেন।

ইহুদি সংগঠন সিআরআইএফ আয়োজিত এক অনুষ্ঠানে এ ফরাসি নেতা আরো বলেন, বহুদলীয় গণতান্ত্রিক সমাজব্যবস্থা জিইয়ে রাখতে দ্বি-রাষ্ট্র সমাধান ইসরাইলের জন্য একমাত্র নিশ্চয়তা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহখানেক আগে ইসরাইলের পাশ ঘেঁষে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন। যদিও যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহল এই দ্বি-রাষ্ট্র নীতিকেই মূল অবলম্বন করে মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিল।

ওলাঁদ বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনের একমাত্র উপায় দ্বি-রাষ্ট্র সমাধান। এক্ষেত্রে ফ্রান্সের অবস্থানের কোন পরিবর্তন হবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়