কানাইঘাট নিউজ ডেস্ক: লা
লিগার ক্লাব ভিয়ারিয়ালে যোগ দেওয়ার ছয় মাসের মধ্যে চাইনিজ সুপার লিগ
টিয়ানজিন কুয়ানজিয়ান ক্লাবে নাম লিখিয়েছেন সাবেক চেলসি ও এসি মিলান
ফরোয়ার্ড আলেসান্দ্রে পাতো।
খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন।
২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাও পাওলো ও চেলসিতে ধারে খেলার আগে ইন্টারন্যাজিওনাল, মিলান ও করিন্থিয়ান্সের হয়ে খেলেছেন।
চাইনিজ সুপার লিগে টিয়ানজিন দলটির কোচের দায়িত্বে আছেন ইতালিয়ান ফ্যাবিও কানাভারো। ২০১৭ মৌসুমেই ক্লাবটি চাইনিজ সুপার লিগে উন্নীত হয়। এই ক্লাবে এর আগেই যোগ দিয়েছেন বেলজিয়াম মিডফিল্ডার এ্যাক্সেল উইটসেল ও ব্রাজিলিয়ান গিওভানিও।
এর আগে চাইনিজ সুপার লিগে যোগ দেয়া অপর তারকারা হলেন, অস্কার ও হাল্ক (সাংহাই এসআইপিজি), কার্লোস তেভেজ (সাংহাই শেনহুয়া), রামিরেস (জিয়াংসু সানিং) এবং গ্রাজিয়ানো পেলে (শানডং লুনেং)।
খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন।
২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাও পাওলো ও চেলসিতে ধারে খেলার আগে ইন্টারন্যাজিওনাল, মিলান ও করিন্থিয়ান্সের হয়ে খেলেছেন।
চাইনিজ সুপার লিগে টিয়ানজিন দলটির কোচের দায়িত্বে আছেন ইতালিয়ান ফ্যাবিও কানাভারো। ২০১৭ মৌসুমেই ক্লাবটি চাইনিজ সুপার লিগে উন্নীত হয়। এই ক্লাবে এর আগেই যোগ দিয়েছেন বেলজিয়াম মিডফিল্ডার এ্যাক্সেল উইটসেল ও ব্রাজিলিয়ান গিওভানিও।
এর আগে চাইনিজ সুপার লিগে যোগ দেয়া অপর তারকারা হলেন, অস্কার ও হাল্ক (সাংহাই এসআইপিজি), কার্লোস তেভেজ (সাংহাই শেনহুয়া), রামিরেস (জিয়াংসু সানিং) এবং গ্রাজিয়ানো পেলে (শানডং লুনেং)।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়