Wednesday, February 8

'বাল্যবিবাহ মুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা জরুরি'

'বাল্যবিবাহ মুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা জরুরি'

কানাইঘাট নিউজ ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশকে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকার সচেষ্ট রয়েছে।

ইতিমধ্যে এ বিষয়ে আইন ও নীতি প্রণয়ন, পরিবর্তন ও সংযোজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির প্রতিনিধি ও এনজিও কর্মীবৃন্দের মধ্যে এই বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরী হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, তাৎক্ষণিকভাবে খবর পেলে আমরা বাল্য বিবাহ বন্ধ করতে পারি। কিন্তু এখানে থেমে থাকলেই চলবে না। সমস্যার মূলে গিয়ে দেখতে হবে পরিবারটি কেন তার সন্তানকে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে।

মেহের আফরোজ চুমকি আজ রাজধানীর একটি হোটেলে ইউএসএইড’র আর্থিক সহায়তায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাস্তবায়নে প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর) প্রকল্পের সমাপনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট, হিউমেন রাইট্স কমিশনের সদস্য নুরুন্নাহার ওসমানী, ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর জানিনা জারুস্কি, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সালমা আলী।

মার্শিয়া বার্ণিকাট বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক। ইতিমধ্যেই সরকারের নানামূখি উদ্যোগের ফলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে এবং নারীর প্রতি সহিংসতা কমেছে।

তিনি বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা অব্যহত রাখবে।

উল্লেখ্য, পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে পিএইচআর প্রোগ্রাম ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের ৬টি জেলার ৮ উপজেলার ১০২টি ইউনিয়নে কাজ করে। এই ছয় বছরে এই প্রকল্পের অধীন প্রায় ৬০ হাজার মহিলাকে বিভিন্ন ভাবে সহায়তা করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় পিএইচআর প্রকল্পে কর্মরত বিভিন্ন সোসাল ওয়ার্কার এবং নির্যাতনের বিভিষিকা থেকে ঘুরে দাড়ানো নারীদের সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে পিএইচআর প্রকল্পে কর্মরত সোস্যাল ওয়ার্কার বা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়