Thursday, February 23

তানভীর সিদ্দিকীর ছেলে ইরাদ গ্রেফতার

তানভীর সিদ্দিকীর ছেলে ইরাদ গ্রেফতার
কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে গ্রেফতার করে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ আলীমুজ্জামান জানিয়েছেন, ইরাদ আহমেদকে গত বছর কোতোয়ালী থানায় আইসিটি এ্যাক্টের ৫৭ ধারায় করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে তোলা হতে পারে।

ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তির ‍মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। ফেসবুকে নিজেকে 'ঢাকার শ্যাডো মেয়র' বলে দাবী করেন  ইরাদ সিদ্দিকী। 
সূত্র:  বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়