Monday, February 6

এসএসসি পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা মারিয়া

এসএসসি পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা মারিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: মৌসুমী, সালমান শাহ, পপি, শাকিব খান- এমন খ্যাতনামা অনেক তারকাই এসেছেন পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। এ পরিচালকের সর্বশেষ আবিষ্কার চিত্রনায়িকা মারিয়া চৌধুরী। কাজ করছেন পরিচালকের নতুন ছবি ‘অবলা নারী: ওয়াও বেবি ওয়াও’-তে।

ছবিতে চুক্তির সময় জানা গিয়েছিল, সে উচ্চমাধ্যমিকে পড়ছে। তবে তথ্যটা যে ভুল ছিল তা এবার জানিয়ে দিলো নায়িকা নিজেই।

মারিয়া মূলত মাধ্যমিকের শিক্ষার্থী। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে। প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার পরপর এ তথ্যটি জানায় সে।

জানাল, বেশ ভালোই হচ্ছে তার পরীক্ষাগুলো। শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ থেকে সে পরীক্ষায় অংশ নিয়েছে।

এদিকে, ‘অবলা নারী: ওয়াও বেবি ওয়াও’ ছবির বেশ কিছু অংশের দৃশ্যধারণ এখনও বাকি।

বিষয়টি নিয়ে পরিচালক সোহান বলেন, 'ছবির চেয়েও গুরুত্বপূর্ণ হলো মারিয়ার পরীক্ষা। সে তো এখন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষ হলে আবারও আমরা কাজে ফিরব। আশা করি, চলতি বছরই এটি মুক্তি দিতে পারব।'

চলচ্চিত্র ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছে মারিয়া। পরীক্ষা শেষে চলচ্চিত্রেই বেশি সময় দিতে চায় এই নায়িকা।

পরীক্ষা দিতে যাচ্ছে মারিয়া। সঙ্গে তার পরিবারের সদস্যরা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়