কানাইঘাট নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগের খেলার আগেই গ্যারেথ বেলকে ফিরে পাবেন বলে
মনে করেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লীগের
শেষ ১৬ এর লড়াইয়ে রিয়ালের প্রথম প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেপোলি।
গত সপ্তায় ঝড়-বৃষ্টির কারণে সেল্টার বালাইদোস স্টেডিয়ামে ক্ষতি সাধিত হওয়ায় সেল্টা ভিগো সফরে যেতে হয়নি রিয়াল মাদ্রিদকে। এর ফলে বেলসহ ইনজুরিতে পড়া খেলোয়াড়রা ভালভাবে ফিটনেস ফিরে পাচ্ছে। ফলে তিনি একটি ফিট স্কোয়াড গঠন করার সুযোগ পাবেন। যদিও এখনো সুস্থ হবার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন পায়ের গোঁড়ালির লিগামেন্টে চোট পাওয়া বেল।
এই ইনজুরির কারণেই গত নভেম্বরের শেষ দিক থেকে দলের বাইরে রয়েছেন বেল। গত বুধবার ইতালীয় ক্লাবের বিপক্ষে প্রথম লেগের ম্যাচেও তাকে নামানো হয়নি। তবে আগামী ৭ মার্চ নেপোলিয়দের বিপক্ষে ফিরতি ম্যাচের আগেই তাকে দলে পাওয়া যাবে বলে দৃঢ় বিশ্বাস জিদানের।
তিনি শুক্রবার বলেন, 'আগামী ৭ মার্চ ফিরতি লেগের ম্যাচ। আশা করছি এর আগেই তাকে আমরা দলে পাব। ইতোমধ্যে মাঠে ফিরেছে বেল। তবে অবশিষ্ট দলের সঙ্গেই এখনো তিনি অনুশীলন করছেন। সে কঠোর পরিশ্রম করছে। তার মধ্যে ফিটনেস ফিরে পাওয়ার একটি আকাংখা লক্ষ্য করেছি।'
বেলের বাইরে রিয়ালের একমাত্র অনুপস্থিত খেলোয়াড় হচ্ছেন নিষিদ্ধ হওয়া টনি ক্রুস। তিনিও এখন দলে ফেরার জন্য প্রস্তুত। এরই মধ্যে ইনজুরি থেকে ফিরেছেন মার্সেলো, লুকা মদ্রিচ ও ড্যানি কারভাজল। সর্বশেষ অংশ নেয়া ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে রিয়াল মাদ্রিদ।
জিদান বলেন, 'আমরা কাজ করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছি। যে কারণে খেলোয়াড়রা শারীরিকভাবে পুরো ফিট রয়েছে। আমরা এখন যথেষ্ট ভাল আছি এবং খেলার জন্য প্রস্তুত।'
গত সপ্তায় ঝড়-বৃষ্টির কারণে সেল্টার বালাইদোস স্টেডিয়ামে ক্ষতি সাধিত হওয়ায় সেল্টা ভিগো সফরে যেতে হয়নি রিয়াল মাদ্রিদকে। এর ফলে বেলসহ ইনজুরিতে পড়া খেলোয়াড়রা ভালভাবে ফিটনেস ফিরে পাচ্ছে। ফলে তিনি একটি ফিট স্কোয়াড গঠন করার সুযোগ পাবেন। যদিও এখনো সুস্থ হবার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন পায়ের গোঁড়ালির লিগামেন্টে চোট পাওয়া বেল।
এই ইনজুরির কারণেই গত নভেম্বরের শেষ দিক থেকে দলের বাইরে রয়েছেন বেল। গত বুধবার ইতালীয় ক্লাবের বিপক্ষে প্রথম লেগের ম্যাচেও তাকে নামানো হয়নি। তবে আগামী ৭ মার্চ নেপোলিয়দের বিপক্ষে ফিরতি ম্যাচের আগেই তাকে দলে পাওয়া যাবে বলে দৃঢ় বিশ্বাস জিদানের।
তিনি শুক্রবার বলেন, 'আগামী ৭ মার্চ ফিরতি লেগের ম্যাচ। আশা করছি এর আগেই তাকে আমরা দলে পাব। ইতোমধ্যে মাঠে ফিরেছে বেল। তবে অবশিষ্ট দলের সঙ্গেই এখনো তিনি অনুশীলন করছেন। সে কঠোর পরিশ্রম করছে। তার মধ্যে ফিটনেস ফিরে পাওয়ার একটি আকাংখা লক্ষ্য করেছি।'
বেলের বাইরে রিয়ালের একমাত্র অনুপস্থিত খেলোয়াড় হচ্ছেন নিষিদ্ধ হওয়া টনি ক্রুস। তিনিও এখন দলে ফেরার জন্য প্রস্তুত। এরই মধ্যে ইনজুরি থেকে ফিরেছেন মার্সেলো, লুকা মদ্রিচ ও ড্যানি কারভাজল। সর্বশেষ অংশ নেয়া ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে রিয়াল মাদ্রিদ।
জিদান বলেন, 'আমরা কাজ করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছি। যে কারণে খেলোয়াড়রা শারীরিকভাবে পুরো ফিট রয়েছে। আমরা এখন যথেষ্ট ভাল আছি এবং খেলার জন্য প্রস্তুত।'
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়