Saturday, February 25

১৫০০ সঙ্গী নিয়ে দীর্ঘ সফরে বেরোচ্ছেন সৌদি বাদশাহ

১৫০০ সঙ্গী নিয়ে দীর্ঘ সফরে বেরোচ্ছেন সৌদি বাদশাহ

কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী সপ্তাহে এক মাসের সফরে বেরোচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ। এ সফরে তার সঙ্গে সঙ্গী হিসেবে থাকবেন ১৫০০ জন।

৩১ দিনের রাজকীয় এ সফরে তিনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, মালদ্বীপ ও জর্ডান যাবেন।

পনেরশ' সঙ্গীর একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল তার সঙ্গে থাকবে। অভূতপূর্ব এ সফরে কয়েকটি দেশের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর আরব নিউজ, রয়টার্সের

বাদশার সফর শুরু হবে মালয়েশিয়া দিয়ে। সেদেশে তিন দিন কাটিয়ে ৯ দিনের সরকারি সফরে যাবেন ইন্দোনেশিয়া। ৪৬ বছরের মধ্যে কোনো সৌদি বাদশার এটাই হবে প্রথম ইন্দোনেশিয়া সফর। ইন্দোনেশিয়া সফরকারী সর্বশেষ সৌদি বাদশা হচ্ছেন ফয়সাল বিন আবদুল আজিজ আল সউদ। জাকার্তার এ ভ্রমণে দু'দেশের মধ্যে ২৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হবে।

ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিব প্রামোনো আনুং জানিয়েছেন, বাদশাহ সালমান আগামী ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ইন্দোনেশিয়া সফর করবেন। এর মধ্যে তিনি শেষ ছয় দিন বালি দ্বীপে অবকাশ যাপন করবেন।

সেখান থেকে বাদশা যাবেন চীনে। সে দেশে চার দিন কাটাবেন তিনি। এরপর তিন দিনের সফরে জাপান যাবেন বাদশা সালমান।

১৯৭১ সালে বাদশাহ ফয়সালের পর কোনো সউদি বাদশার এটাই হবে প্রথম জাপান সফর। এশিয়া সফর শেষ হবে মালদ্বীপে। সেখান থেকে ২৭ মার্চ তিনি যাবেন জর্ডানে। সেখানে তিনি যোগ দেবেন আরব লীগ শীর্ষ সম্মেলনে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়