Saturday, February 25

ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার আহবান

ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার আহবান

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার প্রতি আহবান জানিয়েছেন দেশটির একদল ভোটার।

ভোটারদের ওই দলটি 'ওবামা ১৭' নামে একটি ওয়েবসাইট খুলেছে। এই ওয়েবসাইটের মূল লক্ষ্য প্রেসিডেন্ট পদে নির্বাচনে যাতে ওবামা অংশ নিতে পারে তার জন্য কাজও করে যাওয়া। খবর এবিসি নিউজের।  

এবিসি জানায়, 'ওবামা ১৭' ওয়েবসাইটে দলটি বলেছে, বিদেশি প্রেসিডেন্ট নির্বাচিত করে তারা গণতন্ত্রের একটি নতুন অধ্যায় রচনা করতে চান। ওবামার জীবনবৃত্তান্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ। তবে ওই ওয়েবসাইটটির সঙ্গে ওবামার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।

এ ছাড়া দলটি ১০ লাখ স্বাক্ষর জোগাড় করার চেষ্টা করছে। যদিও বারাক ওবামা ফরাসি নন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তাকে অবশ্যই ফ্রান্সের অধিবাসী হতে হবে।

ওবামা ১৭-এর এক মুখপাত্র এবিসি নিউজকে বলেন, 'আমরা বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে এই পরিকল্পনা শুরু করি। আমরা স্বপ্ন দেখি এমন একজনকে ভোট দেওয়ার যাঁর নেতৃত্বে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাব।'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়