Monday, February 13

কানাইঘাটে আল-হারামাইন হাসপাতালের উদ্যোগে ১৭শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান


নিজস্ব প্রতিবেদক: সিলেট আল-হারামাইন হাসপাতালের উদ্যোগে এবং কানাইঘাট পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় সোমবার স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনভর আলহারামাইন হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্তব্যরত অভিজ্ঞ চিকিৎসকগণ ১৭শ রোগীকে বিনা মূলে চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতালের পক্ষ থেকে ঔষধপত্র বিতরণ এবং পৌরসভার তহবিল থেকে হতদরিদ্র রোগীদের আর্থিক ভাবে সহযোগিতা প্রদান করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, আল হারামাইন হাসপাতালের ভাইসচেয়ারম্যান ওলিউর রহমান। পৌরসভার কাউন্সিলার, ৯টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা ফ্রি উক্ত মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন। হাসপাতালের ভাইস চেয়ার‌্যান ওলিউর রহমান জানান, বাংলাদেশের মধ্যে আধুনিক চিকিৎসা সেবার প্রত্যয় এবং মানব কল্যাণের জন্য আল-হারামাইন হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। উক্ত হাসপাতাল থেকে জটিল ও কঠিন রোগীরা আধুনিক বিশ^মানের যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা পাবেন। পাশাপাশি হাসপাতালের উদ্যোগে সিলেটের দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের এ ধরনের আয়োজন করা হবে বিভিন্ন স্থানে। কানাইঘাট ফ্রি মেডিকেল ক্যাম্পে যারা চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে আমাদের মেডিকেল টিমের ডাক্তাররা যাদেরকে প্যাথলজি পরীক্ষা দিয়েছেন তাদের সবার হাসপাতালের ফ্রি পরীক্ষা করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়