নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ফাইনাল খেলা আগামী ২৩ ফেব্রুয়ারী বিকেল ৩টায় উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিলেট-৫ আসনের সাবেক সাংসদ শিল্পপতি আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ও জকিগঞ্জ ইউপিজেলা আ’লীগের সভাপতি লোকমান আহমদ চৌধুরী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির সাথে সৌজন্য সাক্ষাত করলে প্রতিমন্ত্রী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃইউপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন। আন্তঃইউনিয়ন ফুটবল লীগে ফাইনাল খেলা আগামী ২৩ ফেব্রয়ারী বৃহস্পতিবার উপজেলা স্টেডিয়ামে কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ বনাম ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়