Tuesday, February 21

স্টোকসদের নিয়ে মাতামাতি, নামই ডাকা হয়নি তামিম-তাসকিনের

স্টোকসদের নিয়ে মাতামাতি, নামই ডাকা হয়নি তামিম-তাসকিনের

কানাইঘাট নিউজ ডেস্ক: গতকাল সোমবার ভারতের বেঙ্গালুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের দশম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরের বড় চমক হচ্ছে দুই আফগান ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ নবী এবং রশিদ খান। তাদের দুজনকেই দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইসিসির সহযোগী দেশ যুদ্ধবিধ্বস্ত আফগান ক্রিকেটের জন্য এটি অনেক বড় পাওয়া।

নিলামে সবচেয়ে আলোচিত খবর ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের মূল্য। রাইজিং পুনে সুপারজায়ান্ট সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে টেনেছে। যদিও খেলার মাঠে প্রতিপক্ষকে গালাগালি আর হাতাহাতিতে লিপ্ত হওয়ার অভিযোগে কুখ্যাত এই ক্রিকেটার। আর তাকেই দলে ভেড়ানোর জন্য ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে হুড়োহুড়ি দেখা গেছে।

তবে টাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ হল নতুন আর কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি। সবচেয়ে বড় বিষয় হল নিলামের তালিকায়  বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল এবং স্পিডস্টার তাসকিন আহমেদের নাম থাকলেও তাদের ডাকাই হয়নি।

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে নিলামে নাম ছিল এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের।

বিজয়, রিয়াদ এবং মিরাজের নাম নিলামে ডাকা হয়। তবে তাদের দলে নেয়ার আগ্রহ দেখাননি কোন ফ্র্যাঞ্চাইজি। আর তামিম ও তাসকিনের নামই ডাকা হয়নি। বাংলাদেশের এ ৫ ক্রিকেটারের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি।

এই ৫ ক্রিকেটার দল না পাওয়ায় আইপিএলের এবারের আসরেও সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো টাইগার ক্রিকেটারকে দেখা যাবে না।

প্রসঙ্গত, আগামী ৫ এপ্রিল শুরু হবে ভারতের ঘরোয়া ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর। তবে শ্রীলংকায় সিরিজ থাকায় শুরুর দিকে খেলতে পারবেন না সাকিব ও মোস্তাফিজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়