নিজস্ব প্রতিবেদক:
পাওনা টাকা দেওয়ার নাম করে বাড়ীতে ডেকে নিয়ে কানাইঘাট সড়কের বাজারের স্মার্ট টেইলার্সের মালিক ব্যবসায়ী যুবক মারুফ আহমদ (২২) কে ৩ ঘন্টা একটি কক্ষে আটক রেখে হাত পা বাঁধা অবস্থায় পাশবিক নির্যাতনের পর সেই নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেওয়ার ঘটনার মূলহুতা ফয়সল আহমদ (৩৫) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে কানাইঘাট থানার এস.আই পিযুষ কান্তি দেবনাথ ফয়সল আহমদকে নিজ বাড়ী দিঘীরপাড় ইউপির শাহপুর গ্রাম থেকে গ্রেফতার করেন। এদিকে ব্যবসায়ী মারুফ আহমদকে বাড়ীতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মুখে গামছা এবং গালায় জুতার মালা পরিয়ে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন করে রক্তাক্ত গুরুতর জখম করায় সে এখন সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ায় প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন এলাকাবাসী। অবিলম্বে পাশবিক নির্যাতনের পর ফেইসবুকে নির্যাতনের ভিডিও চিত্র ছেড়ে দেওয়ার ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তথ্য প্রযুক্তি আইনে মামলা সহ কঠোর শাস্তি দেওয়ার দাবীতে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন বাসীর ব্যানারে এক বিরাট প্রতিবাদ সমাবেশ স্থানীয় ভবানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। ইউপি আ’লীগের আহ্বায়ক হাজী মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা রাসেল আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাতবাক ইউপির সাতপারি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম জমির হোসেনের পুত্র সড়কের বাজারের ব্যবসায়ী মারুফ আহমদকে তার পাওনা দুই লক্ষ টাকা দেওয়ার নামে মোবাইল ফোনে গত শনিবার রাত ৭টার দিকে শাহপুর গ্রামের মৃত মাতাব উদ্দিনের পুত্র ফয়সল আহমদ ও তার ভাই রাজু আহমদ ডেকে নিয়ে তাদের বসত বাড়ীর একটি কক্ষে ৩ ঘন্টা আটক করে হাত-পা বেঁধে মুখে গামছা পেছিয়ে গলায় জুতার মালা পরিয়ে হত্যা করার উদ্দেশ্যে নির্যাতনের পর সেই দৃশ্য ভিডিও করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ায় এলাকার সর্বস্তরের মানুষ ও কানাইঘাটবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন। এ ধরনের অমানবিক ঘটনা কানাইঘাটে আর কখনও ঘটেনি। অবিলম্বে গ্রেফতারকৃত মুলহুতা ফয়সল আহমদ সহ এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তথ্য প্রযুক্তি আইনে মামলায় গ্রেফতার করা না হলে এলাকাবাসীর উদ্যোগে আগামীকাল রবিবার উপজেলা ইউএনও এবং থানার অফিসার ইনচার্জ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়, আগামী সোমবার অত্র এলাকার শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়কের বাজারের অত্র এলাকার ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ এবং মঙ্গলবার দুই ঘন্টা সিলেট জকিগঞ্জ সড়ক অবরোধ এবং সড়কের বাজারে প্রতিবাদ সমাবেশের ঘোষনা দেওয়া হয় প্রতিবাদ সভায়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, বিশিষ্ট মুরব্বী ফরিদ আহমদ, আব্দুল মান্নান মেম্বার, আব্দুন নুর মেম্বার, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাজ উদ্দিন সাজু, কোষাধ্যক্ষ রুহিন চৌধুরী, ফারুক আহমদ মেম্বার, মতিউর রহমান, জাকির হোসেন, হেলাল উদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়