Wednesday, February 1

বাড়ি ফিরে উচ্ছ্বসিত খাদিজা


কানাইঘাট নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিজের আপনালয়ে ফিরেছেন খাদিজা বেগম নার্গিস। বাড়ি ফেরার পর তার মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। আপনজনদের কাছে পেয়ে কিছুটা যেন উৎফুল্ল ছিলেন তিনি। বুধবার বেলা আড়াইটায় ভাই শাহীন আহমদের সাথে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খাদিজা। পরে ২টা ৪০ মিনিটে বিমানবন্দরে থাকা বাবা মাসুক মিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সাড়ে ৩টার দিকে গিয়ে পৌঁছান সিলেট সদর উপজেলার হাউশায় গ্রামের নিজ বাড়িতে। বাড়ি ফেরার পর খাদিজার চোখেমুখে যেন আনন্দ খেলা করছিল। প্রায় চার মাস পর আপনজনদের কাছে পেয়ে, নিজের আপনালয়ে ফিরতে পেরে যেন পরম শান্তি অনুভব করছিলেন তিনি। খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, ডাক্তারদের অনেক বলেকয়ে খাদিজাকে এক সপ্তাহের জন্য বাড়িতে আনা হয়েছে। এখানে কিছুদিন থাকলে সে দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে। প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে বের হলে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এরপর প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। তারপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৮ নভেম্বর স্কয়ারের চিকিৎসকদের পরামর্শে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয় তাকে। সেখান থেকে আজ তাকে সিলেট আনা হলো। সুত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়