Saturday, January 21

আগামীকাল বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত

আগামীকাল বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত
কানাইঘাট নিউজ ডেস্ক: ৫২ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও মুসল্লিদের ইজতেমামুখী ঢল অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলার মুসল্লিরা দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমামুখী হচ্ছেন।

আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এ বছরের দুই পর্বের ইজতেমার সমাপ্তি ঘটবে।
দ্বিতীয় পর্বের ইজতেমায় ইতিমধ্যে ২ জন মুসল্লি মারা গেছেন বলে জানা গেছে।

আজ দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের ধর্মীয় আলোচনায় বাদ ফজর দিল্লির মাওলানা জামশেদের বয়ানের মধ্যদিয়ে শুরু হয়। মুসল্লি আলেম-ওলামা ও তাবলিগ অনুসারিদের উদ্দেশে সকাল ১০টায় বিশেষ বয়ান শুরু করেন দিলি¬ জামে মসজিদের খতিব মাওলানা সা’দ কান্ধলভী।
বাদ যোহর বয়ান করেন বিশ্ব তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা যোবায়ের হাসানের পুত্র মাওলানা মুরসালিন। বাদ আছর বয়ান করেন মাওলানা সা’দ এর পুত্র মাওলানা ইউসুফ ও বাদ মাগরিব বয়ান করেন দিলি¬ মারকাজের আমির মাওলানা সা’দ।

আগামীকাল রোববার দ্বিতীয় পর্বের তিন দিনের ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে যে কোন সময় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ কামনা করে বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের বিশ্ব আমীর ও ইজতেমার শীর্ষ মুরুব্বি (দিলি¬) মাওলানা মুহাম্মদ সা’দ আখেরী মোনাজাত পরিচালনা করবেন।

দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতৃবৃন্দ,সংসদ সদস্য, দেশী বিদেশী ধর্মপ্রাণ মুসলিল্লসহ বিশ্বের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ মানুষ শরীক হবেন বলে আশা করা হচেছ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়