নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্ট বিভাগের রায়ের প্রেক্ষিতে আগামীকাল রবিবার কানাইঘাট পূর্ব বাজারে ১নং খতিয়ানের ৪৯৭ দাগের অবস্থিত ৩০শতক ভূমির উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে সরকারী খাস খতিয়ানে অবস্থিত ৩০শতক ভূমির উপর নির্মিত দোকানপাট প্রশাসন কর্তৃক উচ্ছেদ করায় ব্যবসায়ীরা আর্থিক ভাবে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীরা তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। উচ্ছেদকৃত দোকানপাটের মধ্যে বহুতলা ভবন পর্যন্ত রয়েছে। একটি ভবনের উপরে সিটিসেল কোম্পানীর টাওয়ার রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া কানাইঘাট নিউজকে জানিয়েছেন কানাইঘাট বাজারের ৪৯৭ দাগের ৩০শতক ভূমির উপর নির্মিত অবৈধ স্থাপনা আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে ভাঙ্গা শুরু হবে। পাকা দোকানপাটের দেয়াল গুড়িয়ে দেওয়া হবে। ১টি ভবনে সিটিসেল কোম্পানীর টাওয়ার থাকায় ছাদ ভাঙ্গা হবে না। বাজারের ৫০৫নং দাগে অবস্থিত দোকানপাট উচ্ছেদ করা হবে না। উচ্ছেদ অভিযানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের প্রস্তুত রাখা হয়েছে। হাইকোর্টের নির্দেশে পরবর্তী এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবেন। ক্ষতিগ্রস্থ দোকানপাটের মালিক ও ব্যবসায়ীরা গত শুক্রবার সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সাথে দেখা করলে তিনি উচ্চ আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। প্রসংগত, বিগত তত্বাবধায়ক সরকারের সময় কানাইঘাট বাজারে ডিসির খাস খতিয়ানে অবস্থিত দোকান পাট উচ্ছেদ অভিযান প্রশাসন শুরু করলে ৪৯৭ দাগে অবস্থিত দোকান পাটের মালিক পক্ষ সে সময় হাইকোর্টে রীট মামলা দায়ের করলে ব্যবসায়ীদের রীট সম্প্রতি খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে আগামীকাল এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়