কানাইঘাট নিউজ ডেস্ক: বিমানে
চড়ে মাঝ আকাশে ঝামেলা পাকানোর দায়ে যাত্রীর হাত, পা বেঁধে দেশে ফেরাল
বিমানসংস্থা। এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। দুবাই থেকে ইন্ডিগোর একটি
বিমানে চড়ে দিল্লি ফিরছিলেন ওই যাত্রী। উড্ডয়নের কিছুক্ষণ পরই ঝামেলা পাকান
তিনি।
ওই যাত্রী বিমানের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম–কানুন মানতে অস্বীকার করেন। বিমানসেবিকা এবং অন্য কর্মীরা বোঝাতে এলে উল্টো তাদের হুমকি দেন । বিষয়টি বিমানচালককে জানালে তিনি তাকে বেঁধে রাখার নির্দেশ দেন।
বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ওই যাত্রীকে আটক করে সিআইএসএফ। পরে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশের ধারণা তিনি মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন।
উল্লেখ্য, মাঝ আকাশে বিমানে ঝামলো পাকানোর ঘটনা এই প্রথম নয়। গত বছর ডিসেম্বরে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঝামেলা বাঁধান একদল বিয়েবাড়ির যাত্রী। ওই ডিসেম্বরেই মদ্যপ অবস্থায় বিমানে হুলুস্থুলু বাঁধান এক যাত্রী। যৌন নিগ্রহে অভিযুক্ত আসারাম বাপুর সমর্থনে সেপ্টেম্বর মাসে যোধপুর থেকে দিল্লিগামী বিমানে স্লোগান তুলে ঝামেলা বাঁধান তার সমর্থকরা।
ওই যাত্রী বিমানের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম–কানুন মানতে অস্বীকার করেন। বিমানসেবিকা এবং অন্য কর্মীরা বোঝাতে এলে উল্টো তাদের হুমকি দেন । বিষয়টি বিমানচালককে জানালে তিনি তাকে বেঁধে রাখার নির্দেশ দেন।
বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ওই যাত্রীকে আটক করে সিআইএসএফ। পরে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশের ধারণা তিনি মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন।
উল্লেখ্য, মাঝ আকাশে বিমানে ঝামলো পাকানোর ঘটনা এই প্রথম নয়। গত বছর ডিসেম্বরে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঝামেলা বাঁধান একদল বিয়েবাড়ির যাত্রী। ওই ডিসেম্বরেই মদ্যপ অবস্থায় বিমানে হুলুস্থুলু বাঁধান এক যাত্রী। যৌন নিগ্রহে অভিযুক্ত আসারাম বাপুর সমর্থনে সেপ্টেম্বর মাসে যোধপুর থেকে দিল্লিগামী বিমানে স্লোগান তুলে ঝামেলা বাঁধান তার সমর্থকরা।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়