নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট আইডিয়াল স্কুলকে ডিজিটাল ক্যাম্পাসে রুপান্তরিত করতে "কানাইঘাট আইডিয়াল স্কুল এবং নেটিজেন আইটি লিমিটেডে'র মধ্যে এক বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী নেটিজেন আইটি লিমিটেড এডুম্যান- অনলাইন এডুকেশনাল ইনস্টিটিউট ম্যানেজম্যান্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কানাইঘাট আইডিয়াল স্কুলকে ডিজিটাল ক্যাম্পাসে রুপান্তরিত করবে। শনিবার বিকেল ৩ টায় স্কুলের অফিস রুমে এই চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মাও:আকমল হোসেন,স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল হেকিম,স্কুল পরিচালনা কমিটির সদস্য আহমেদ হুসন,নেটিজেন আইটি লিমিটেড সিলেট জেলা পার্টনার সালমান আতিক, বিইপি আব্দুস সোবহান ও কানাইঘাট উপজেলা পার্টনার আশিক উদ্দিন। নেটিজেন আইটি লিমিটেড এর সিলেট জেলা পার্টনার সালমান আতিক জানান,আমাদের এই সফটওয়্যারের কাজ শেষ হলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্কুল ত্যাগের বিষয়টি জানতে পারবেন শিক্ষক ও তাদের অভিবাবকরা। এই সফটওয়্যারে থাকবে কানাইঘাট আইডিয়াল স্কুলের সব তথ্য।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়