Wednesday, January 11

সুনামগঞ্জে আসছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে আসছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দুইদিনের সরকারি সফরে আসছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি সুনামগঞ্জ সদর সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার তাহিরপুরে আসবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী বুধবার সুনামগঞ্জের হাছননগরে সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এবং জেলা সদরের ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করবেন। বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

গ্রামবাসী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদিবেন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখতে আগামীকাল বৃহস্পতিবার তাহিরপুরে আসবেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়