Monday, January 16

সাত খুনের মামলার রায়ে জেএসডি’র সন্তোষ প্রকাশ

সাত খুনের মামলার রায়ে জেএসডি’র সন্তোষ প্রকাশ

কানাইঘাট নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন।

উচ্চতর আদালতেও এই রায় বহাল থাকবে এবং যথাযথভাবে কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, এই ধরনের নারকীয় ঘটনার পরিকল্পনাকারী ও অর্থ সরবরাহকারীদেরও বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হলে এই বিচারই শুধু পূর্ণতা পেতনা, জাতির জন্য একটা উদাহরণ হয়ে থাকতো।
সূত্র: বিডিলাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়