কানাইঘাট নিউজ ডেস্ক:
মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর উদ্যোগে ফুলতলী ছাহেব বাড়ি, লতিফিয়া এতিমখানা কনফারেন্স হলে ১০জানুয়ারী, মঙ্গলবার দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুসলিম হ্যান্ডস এর কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী, জকিগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুছ ছালাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুহাইমিন চৌধুরী, লতিফিয়া এতিমখানা পরিচালনা কমিটির সদস্য ও তত্বাবধায়ক ফারহান আহমদ চৌধরী রেদা সহ মুসলিম হ্যান্ডস ফুলতলী অফিসের অফিস স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম তার বক্তব্যে বলেন, মুসলিম হ্যান্ডস এর কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল, অসহায় মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমি তাদের এমন কাজকে সাধুবাদ জানাই এবং উত্তরোত্তর সফলতা কামনা করি। অনুষ্ঠানে ৪৫০ জন শীতার্ত পুরুষ-মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া মুসলিম হ্যান্ডস এর উদ্যোগে রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক কম্বল বিতরণ করা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়