Monday, January 16

ডিসির কোলে যখন গরিবের সন্তান

ডিসির কোলে যখন গরিবের সন্তান
কানাইঘাট নিউজ ডেস্ক: উঁচু পদে গেলে নাকি পরিবর্তন হয়ে যায় মানুষ। তবে এ কথার ব্যতিক্রমও রয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন ফরিদপুরের জেলা প্রশাসক তানজিয়া সালমা। গতকাল রোববার সাধারণের অভিযোগ শোনার সময় দেখতে পান কড়া শীতের মধ্যেও একজন অল্পবয়সী মা তার বাচ্চাকে হালকা এবং ভেজা কাপড় দিয়ে পেচিয়ে রেখেছেন।

তিনি তা দেখে যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং নিজের সন্তানের মত কোলে তুলে নিয়েছেন তার বর্ণনা দিয়েছেন সেখানে থাকা ফরিদপুরের এনডিসি। তিনি 'Bangladesh Administrative Service' নামের একটি পেজে এর বিস্তারিত বর্ণনা দিয়ে পোস্ট করেন।

নিচে পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

''এ কোন কল্পিত নাটকের দৃশ্যপট নয়। ইহা সত্যি একেবারেই সত্যি! ইহা একটি মমতাময়ী জেলা প্রশাসকের অন্তরাত্মার দৃশ্যপট।

প্রতিদিনকার মত আজও (গতকাল) নানা অভাব, অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করছিল সাধারণ মানুষ। হটাত করে আসল অল্পবয়সী এক জননী। জেলা প্রশাসক সকাল থেকেই বলছিলেন, আজকের ঠাণ্ডাটা একটু বেশি বেশি। সদাহাস্য জেলা প্রশাসক তার স্বভাবসুলভ ভঙ্গিতেই মেয়েটিকে জিজ্ঞেস করলেন, আপনার কি সমস্যা? মেয়েটি উত্তর শুরু করতে না করতেই বললেন, আহা করছ কি? বাচ্চাটাতো ঠাণ্ডায় জমে যাচ্ছে, ঈশ। আগে ওকে ভাল করে কাপড় দিয়ে মুড়িয়ে নাও। মেয়েটি চেষ্টা করল, কিন্তু কিছুতেই গুছিয়ে উঠতে পারছিল না। জেলা প্রশাসকের বোধহয় মনে হল, উনি যে রকম তার সন্তান কে যত্ন নিয়েছেন, মেয়েটি সেরকম করে পেরে উঠছিল না। আপসোস করে বললেন, আহারে তুমিতো নিজেকেই গোছাতে পারলে না, এরই মধ্যে মা হয়ে গেলে। আসলে তিনি এ কথার মধ্য দিয়ে বাল্য বিবাহের কুফল সম্পর্কেই বলছিলেন। এবার তিনি নিজেই চেয়ার থেকে উঠে গিয়ে বাচ্চাটিকে কাপড় দিয়ে মোড়াতে গিয়ে দেখলেন, যে কাপড় দিয়ে মোড়ানো ছিল সেটি ভেজা আর ছেড়া। সাথে সাথে আমাকে অর্ডার করলেন, এই এনডিসি এক্ষুনি একটা কম্বল এনে দাও। জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডার থেকে কম্বল নিয়ে আসা হল। এনডিসি হিসেবে একটু সাহস করে বললাম, পিচ্ছিটাকে একটা শীতের পোশাক দিয়ে দিব। প্রায় ধমক দিয়ে বললেন, দিব মানে, নিয়ে আসো। নিয়ে আসা হল নতুন পোশাক।

অবহেলায় অযত্নে বেড়ে উঠা আগামীর নতুন কে নতুন পোশাকে মুড়িয়ে দিলেন মমতাময়ী আরেক মা, ফরিদপুরের জেলা প্রশাসক Tanzia Salma স্যার।''

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়