Wednesday, January 11

কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ২২

কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ২২

কানাইঘাট নিউজ ডেস্ক: আফগানিস্তানের কাবুলে পার্লামেন্টের কাছে জোড়া বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৭০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়।

পার্লামেন্টের সিকউরিটি গার্ড যাবি বলেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। পার্লামেন্টের বাইরে প্রথম বিস্ফোরণে বেশকিছু কর্মী নিহত হয়। সেই সাথে আহত হয় আরো কয়েকজন। দ্বিতীয়টি বিস্ফোরণটি হয় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ি থেকে।

আফগান স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

এই হামলার দায়ি এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়