কানাইঘাট নিউজ ডেস্ক: ২১৭
রানের অসাধারণ এক ইনিংস খেলায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 'প্রথম বারের মতো ডাবল
সেঞ্চুরি করায় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের দারুণ জুটি গড়ায়
সাকিবকে অভিনন্দন।' শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেইসবুকে কেকেআরের পক্ষ থেকে
টাইগার তারকাকে নিয়ে এমন একটি শুভেচ্ছা বার্তা দেয়া হয়েছে।
ওয়েলিংটনে আজ ২৫৩ বলে ডাবল সেঞ্চুরি করেন সাকিব। দ্বিশতক করার আগে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বাংলাদেশের হয়ে সবার আগে ৩ হাজার রান করেছিলেন হাবিবুল বাশার। ৫০ টেস্টে ৯৯ ইনিংসে ৩ হাজার ২৬ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ৩ হাজার রান করেছেন ওপেনার তামিম ইকবালও। কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে টেস্টে ৩৩৪৯ রান ছিল তামিমের। আর চলতি টেস্টের প্রথম ইনিংস শেষে ৪৫ টেস্টের ৮৫ ইনিংসে তামিমের রান ৩ হাজার ৪০৫।
এমন কীর্তির পাশাপাশি টেস্টে ১৫৯টি উইকেটও আছে সাকিবের ঝুলিতে। দেড়শ উইকেটের পাশাপাশি ৩ হাজার রান সাকিবের আগে করেছেন ১৩ জন। উপমহাদেশের মাত্র চারজন পেরেছেন আগে-কপিল দেব, ইমরান খান, রবি শাস্ত্রী ও চামিন্দা ভাস।
ওয়েলিংটনে আজ ২৫৩ বলে ডাবল সেঞ্চুরি করেন সাকিব। দ্বিশতক করার আগে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বাংলাদেশের হয়ে সবার আগে ৩ হাজার রান করেছিলেন হাবিবুল বাশার। ৫০ টেস্টে ৯৯ ইনিংসে ৩ হাজার ২৬ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ৩ হাজার রান করেছেন ওপেনার তামিম ইকবালও। কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে টেস্টে ৩৩৪৯ রান ছিল তামিমের। আর চলতি টেস্টের প্রথম ইনিংস শেষে ৪৫ টেস্টের ৮৫ ইনিংসে তামিমের রান ৩ হাজার ৪০৫।
এমন কীর্তির পাশাপাশি টেস্টে ১৫৯টি উইকেটও আছে সাকিবের ঝুলিতে। দেড়শ উইকেটের পাশাপাশি ৩ হাজার রান সাকিবের আগে করেছেন ১৩ জন। উপমহাদেশের মাত্র চারজন পেরেছেন আগে-কপিল দেব, ইমরান খান, রবি শাস্ত্রী ও চামিন্দা ভাস।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়