বিনোদন ডেস্ক: ‘কৌন
বনেগা ক্রোড়পতি’-এর সঞ্চালকের আসনে আর দেখা যাবে না অমিতাভ বচ্চনকে৷ এমন
গুঞ্জনে শোনা যাচ্ছে বলিউডে৷ এই গেম শো-এর আকর্ষনের মূল কেন্দ্রবিন্দুই
ছিলেন মেগাস্টার৷ সেই বিগ-বি হয়তো সঞ্চালকের ভূমিকা থেকে এবারে সরে
দাঁড়াতে চলেছেন৷
২০০০ সাল থেকে শুরু হওয়া এই গেম শো-এর টিআরপি ছিল নজরকাড়া৷ এর অন্যতম কারন মেগাস্টার সঞ্চালকের উপস্থিতি৷ হট সিটে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসে খেলার উৎসাহে আসতেন সারা দেশ থেকে বচ্চনের অনুরাগীরা৷ তবে এই সঞ্চালকের ভূমিকায় একটি সিজনের জন্য দেখা গিয়েছিল শাহরুখ খানকে৷
অন্যান্য কর্মাশিয়াল শো-এর থেকে এই অনুষ্ঠানের টিআরপি নিঃসন্দেহে অনেকাংশে বেশি৷ ভারতীয় টেলিভিশনে যেন বিপ্লব এনেছিল এই ‘কৌন বনেগা ক্রোড়পতি’৷
কানাঘুষো শোনা যাচ্ছে রনবীর কাপুরকে হয়তো সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে এবার৷ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র তরফ থেকে যদিও এই বিষয়ে এখনও সুনিশ্চিত করে কিছু বলা হয়নি৷
২০০০ সাল থেকে শুরু হওয়া এই গেম শো-এর টিআরপি ছিল নজরকাড়া৷ এর অন্যতম কারন মেগাস্টার সঞ্চালকের উপস্থিতি৷ হট সিটে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসে খেলার উৎসাহে আসতেন সারা দেশ থেকে বচ্চনের অনুরাগীরা৷ তবে এই সঞ্চালকের ভূমিকায় একটি সিজনের জন্য দেখা গিয়েছিল শাহরুখ খানকে৷
অন্যান্য কর্মাশিয়াল শো-এর থেকে এই অনুষ্ঠানের টিআরপি নিঃসন্দেহে অনেকাংশে বেশি৷ ভারতীয় টেলিভিশনে যেন বিপ্লব এনেছিল এই ‘কৌন বনেগা ক্রোড়পতি’৷
কানাঘুষো শোনা যাচ্ছে রনবীর কাপুরকে হয়তো সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে এবার৷ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র তরফ থেকে যদিও এই বিষয়ে এখনও সুনিশ্চিত করে কিছু বলা হয়নি৷
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়