কানাইঘাট নিউজ ডেস্ক:
মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় তাকে।
সম্প্রতি অধিনায়কের পদ থেকে সরে দাড়িয়েছেন তিনি। তারপরই ভারতের সব
সংস্করণের অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি।
তাই আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ বারের মত মাঠে নামেন তিনি। তবে অধিনায়কত্বের শেষ ম্যাচেও ব্যাটে আগুন ঝরিয়েছেন তিনি।
মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথমে ব্যাট করে ভারতের 'এ' দলের নামে খেলা ধোনিরা ৫০ ওভারে চার উইকেটে ৩০৪ রান করে।
শেষ পর্যন্ত টিকে থেকে ধোনি মাত্র ৪০ বলে ৬৮ রান করেন। আটটি চার ও দু’টি ছক্কা হাঁকান ধোনি। শেষ ওভারে ঝড় তোলেন ভারতের সফলতম অধিনায়ক। শেষ ওভারে দুটো ছক্কা, দুটো চার-সহ ২৩ রান নেন ওকসের ওভার থেকে।
নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে ধোনি সম্পর্কে বলতে গিয়ে সুনীল গাভাস্কার জানিয়েছিলেন, ধোনি যদি ক্রিকেটার হিসেবে সরে যেতেন তাহলে সবার আগে তার বাড়ির সামনে ধর্নায় বসতেন তিনি।
তাই আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ বারের মত মাঠে নামেন তিনি। তবে অধিনায়কত্বের শেষ ম্যাচেও ব্যাটে আগুন ঝরিয়েছেন তিনি।
মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথমে ব্যাট করে ভারতের 'এ' দলের নামে খেলা ধোনিরা ৫০ ওভারে চার উইকেটে ৩০৪ রান করে।
শেষ পর্যন্ত টিকে থেকে ধোনি মাত্র ৪০ বলে ৬৮ রান করেন। আটটি চার ও দু’টি ছক্কা হাঁকান ধোনি। শেষ ওভারে ঝড় তোলেন ভারতের সফলতম অধিনায়ক। শেষ ওভারে দুটো ছক্কা, দুটো চার-সহ ২৩ রান নেন ওকসের ওভার থেকে।
নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে ধোনি সম্পর্কে বলতে গিয়ে সুনীল গাভাস্কার জানিয়েছিলেন, ধোনি যদি ক্রিকেটার হিসেবে সরে যেতেন তাহলে সবার আগে তার বাড়ির সামনে ধর্নায় বসতেন তিনি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়