Saturday, January 21

'শেষ মুহূর্তের মোমেন্টামে চালকের আসনে বাংলাদেশ'

'শেষ মুহূর্তের মোমেন্টামে চালকের আসনে বাংলাদেশ'

কানাইঘাট নিউজ ডেস্ক: তিন পেসার আগুন ঝরালেন দিনভরই। বিবর্ণ প্রথম স্পেলের পর মেহেদী হাসান মিরাজও উজ্জ্বল। বোলারদের এমন দিনেই কিনা নিভে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ বিকেলে হঠাৎই জ্বলে উঠলেন। ৯ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে এলোমেলো করে দিলেন কিউই ব্যাটিং। বিকেল পর্যন্ত সমতায় থাকা দিনটি হয়ে গেল শুধুই বাংলাদেশের।

বৃষ্টির বেগ বাড়ায় থামল বাংলাদেশের ছন্দ। নিউ জিল্যান্ড তখন ৭ উইকেটে ২৬০। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে পিছিয়ে ২৯ রান। ১৯ ওভার আগে শেষ হয়েছে দিনের খেলা।

তাই কিউই ব্যাটসম্যান টম ল্যাথামও মানলেন বাংলাদেশ এখন ক্রাইস্টচার্চ টেস্টের চালকের আসনে।

ল্যাথাম বললেন, `টেস্ট ক্রিকেটে যে কোনও একটি মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ হয়'। শনিবার শেষ বিকালের পরিস্থিতিতে সৃষ্ট মোমেন্টামটি বাংলাদেশ দলের পক্ষে মোড় নিয়েছে। কিন্তু রোববার তা আমাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ক্রিজে এখনও নিকলসনের মতো একজন ভালো ব্যাটসম্যান আছেন। আশা করছি তিনি টেল এন্ডারদের নিয়ে আরও অনেক রান করবেন এবং সে যোগ্যতা আছে।

চালকের আসনে বাংলাদেশ থাকলেও ল্যাথাম মনে করেন যে তৃতীয় দিনের প্রথম সেশনটা দু’দলের জন্যেই গুরুত্বপূর্ণ, ‘রোববার সকালটা বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই পক্ষের জন্যেই গুরুত্বপূর্ণ। কাল সকালে যারা ভালো করবে, তাদের পক্ষেই ম্যাচ ঝুলে যাবে।

ওয়েলিংটন টেস্টের সেঞ্চুরিয়ান এবং ক্রাইস্টচার্চ টেস্টে ৬৮ রানের ইনিংস খেলা টম ল্যাথাম বাংলাদেশ বোলারদের প্রশংসা করে বলেন, 'তারা খুব ভালো বল করেছে এদিন'।

কিউই এই ব্যাটসম্যান আরও বলেন, 'হ্যাগলি ওভালের উইকেটে ওয়েলিংটনের উইকেটের চাইতে বল সুইং করছে বেশি। বোলাররা তাই এখানে বেশি সুবিধা পাচ্ছেন'।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়