Sunday, January 1

থার্টিফার্স্ট নাইটে ইস্তানবুলে সন্ত্রাসী হামলায় নিহত ৩৫

থার্টিফার্স্ট নাইটে ইস্তানবুলে সন্ত্রাসী হামলায় নিহত ৩৫

কানাইঘাট নিউজ ডেস্ক: থার্টিফার্স্ট নাইটে তুরস্কের ইস্তানবুলের একটি নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

১ জানুয়ারি রাত সোয়া ১টার দিকে ইস্তানবুলের বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে এ সন্ত্রাসী হামলা চালানো হয়।

সান্তা ক্লজের বেশে দুই বন্দুকধারী এ হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অতিরিক্ত গাড়ি এবং বেশ কিছু অ্যাম্বুলেন্স। হামলার পর আহত অবস্থায় অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়।

এশিয়া ও ইউরোপ দুই মহাদেশের নগরী হিসেবে খ্যাত তুরস্কের ঐতিহ্যবাহী নগরী ইস্তানবুল। ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে গড়ে তোলা ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, এক হামলাকারী প্রথমে এক পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিকে গুলি করে। পরে সে নৈশ ক্লাবের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে। হামলাকারীর হাতে একটি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ছিল।

সিএনএন তুর্ক বলছে, হামলার সময় নৈশ ক্লাবটিতে প্রায় ৭০০ মানুষ ছিল বলে ধারণা করা হচ্ছে। কিছু প্রত্যক্ষদর্শী ব্যক্তির ভাষ্য, হামলাকারী আরবিতে কথা বলছিল।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইস্তাম্বুলে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। শহরে পুলিশের প্রায় ১৭ হাজার সদস্য দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যেই ইস্তাম্বুলের জনপ্রিয় নৈশ ক্লাবটিতে হামলার ঘটনা ঘটল।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে শোক জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়