কানাইঘাট নিউজ ডেস্ক: বার্সেলোনার হয়ে স্বদেশি সাবেক তারকা রোনালদিনিয়োর রেকর্ড স্পর্শ করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
গতকাল এইবারের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় বার্সেলোনা। বার্সার আক্রমণ ভাগের ত্রয়ী মেসি, নেইমার, সুয়ারেজ এদিন গোলের দেখা পেয়েছেন। সাথে গোল পেয়েছেন তরুণ প্লেয়ার ডেনিস সুয়ারেজও।
যোগ করা সময়ে অ্যালেক্স ভিডালের ক্রস থেকে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন নেইমার। এটি বার্সেলোনার জার্সিতে নেইমারের ৯৪তম গোল।
বার্সেলোনায় হয়ে নেইমার খেলেছেন ১৬৪টি ম্যাচ। কাতালান ক্লাবটির হয়ে ৯৪ গোল করতে রোনালদিনিয়োর খেলতে হয়েছিল ২০৭টি ম্যাচ।
বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনালদিনিয়ো ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাবটিকে অনেক শিরোপা জেতাতে অবদান রাখেন।
এদিকে একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনার হয়ে এরই মধ্যে ৯টি ট্রফি জিতে ফেলেছেন নেইমার।
২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানো নেইমারের সঙ্গে নতুন চুক্তিও করেছে কাতালুনিয়ার ক্লাবটি। কাম্প নউতে তিনি থাকবেন ২০২১ সালের জুন পর্যন্ত।
গতকাল এইবারের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় বার্সেলোনা। বার্সার আক্রমণ ভাগের ত্রয়ী মেসি, নেইমার, সুয়ারেজ এদিন গোলের দেখা পেয়েছেন। সাথে গোল পেয়েছেন তরুণ প্লেয়ার ডেনিস সুয়ারেজও।
যোগ করা সময়ে অ্যালেক্স ভিডালের ক্রস থেকে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন নেইমার। এটি বার্সেলোনার জার্সিতে নেইমারের ৯৪তম গোল।
বার্সেলোনায় হয়ে নেইমার খেলেছেন ১৬৪টি ম্যাচ। কাতালান ক্লাবটির হয়ে ৯৪ গোল করতে রোনালদিনিয়োর খেলতে হয়েছিল ২০৭টি ম্যাচ।
বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনালদিনিয়ো ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাবটিকে অনেক শিরোপা জেতাতে অবদান রাখেন।
এদিকে একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনার হয়ে এরই মধ্যে ৯টি ট্রফি জিতে ফেলেছেন নেইমার।
২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানো নেইমারের সঙ্গে নতুন চুক্তিও করেছে কাতালুনিয়ার ক্লাবটি। কাম্প নউতে তিনি থাকবেন ২০২১ সালের জুন পর্যন্ত।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়